Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিকসভাসমূহ

জুন/২০১৮ মাসের সভার কায্যবিবরনী (অংশ)
০২নং চরবাটা ইউনিয়ন পরিষদ
সুবর্ণচর,নোয়াখালী।
সভার তারিখঃ- ২৫/০৬/২০১৮            সময়ঃ- সকাল ১১-০০টায়              স্থানঃ- ইউঃপিঃসভাকক্ষে

সভাপতিত্ব করেনঃ- জনাব মোঃ মোজাম্মেল হোসেন
           চেয়ারম্যান,০২নং চরবাটা ইউনিয়ন পরিষদ
           সুবর্ণচর,নোয়াখালী।
উপস্থিত সভ্যগনের নামঃ

ক্রমিক    নাম    পদবী    স্বাক্ষর    ক্রমিক    নাম    পদবী    স্বাক্ষর
০১    জনাব মোঃ মোজাম্মেল হোসেন    চেয়ারম্যান    স্বাক্ষরিত    ০২    জনাব নুর আলম     মেম্বার    স্বাক্ষরিত
০৩    জনাব হাজী গোলাম মাওলা    মেম্বার    ঐ    ০৪    জনাব গোলাম হোসেন    ঐ    স্বাক্ষরিত
০৫    জনাব হাজী ইব্রাহীম খলিল উল্লা    ঐ    ঐ    ০৬    জনাব পানাফের রসুল খাজা    ঐ    ঐ
০৭    জনাব আকবর হোসেন শাহানাজ    ঐ    ঐ    ০৮    জনাব আবদুল করিম মিয়া    ঐ    ঐ
০৯    জনাবা রেহানা আক্তার    মহিলা মেম্বার    ঐ    ১০    জনাব আবদুল করিম মধু    ঐ    ঐ
১১    জনাবা মমতাজ বেগম রুপা    ঐ    ঐ    ১২    জনাবা রাশেদা আক্তার শিরিন    মহিলা মেম্বার    ঐ
১৩    -----------    ---    ---    --    -----    ---    ---


সভাপতি সাহেব উপস্থিত সকলকে স্বাগত জানাইয়া সভার কাজ শুরু করেন। বিগত সভার কায্যবিবরনী পাঠ করেন চেয়ারম্যান। কাহারো কোন আপত্তি না থাকায় বিগত সভার কায্যবিবরনী অনুমোদিত হয় । সভাপতি সাহেব আজকের আলোচ্য সুচীর এজেন্ডা অনুযায়ী আলোচনা শুরু করেন।
১)    আইন শৃংখলা সংক্রান্তঃ- সভায় সভাপতি সাহেব বলেন এলাকার সার্বিক আইনশৃংখলার পরিস্থিতি কি? জিজ্ঞাসা করিলে সকলে বলেন এরাকার আইনশৃংখলা মোটামুটি ভাল। তারপর ও রহিঙ্গাদের চট্রগ্রামের কক্সবাজারে আসায় তাহাদের আগমন হয়ত আসতে পারে। তাই এলাকার গন্যমান্য ব্যাক্তিগনকে নিয়ে বা ওয়ার্ড আইনশৃংখলা কমিটির সাথে বৈঠক করে এলাকার আইনশৃংখলা বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করে ঠিক করা উচিত। এই জন্য সকল মেম্বারকে সার্বিক সহযোগীতা করার জন্য সকল গ্রামপুলিশকে অনুরোধ করেন।
২)    ট্যাক্স আদায়  প্রসঙ্গেঃ- সভায় সভাপতি সাহেব বলেন চলতি ২০১৭-২০১৮ অর্থ বৎসর ট্যাক্স আদায় দ্বি-গুন না করিতে পারিলে অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বাধা হয়ে আসিবে। চেয়ারম্যান,মেম্বার, ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা যাবে না। এই জন্য গ্রামপুলিশগনের যেমন দায়িত্ব তেমন মেম্বার সাহেবগনের ও দায়িত্ব কম নয়। তাই সকলের প্রচেষ্টায় ট্যাক্স আদায় বৃদ্দি করা প্রয়োজন।
৩)    ভি.জি.ডি./ভি.জি.এফ বিতরন সংক্রান্তঃ  সভায় সভাপতি সাহেব বলেন অত্র ইউনিয়নের ২০০টি কার্ডের প্রতিমাসে ৩০ কেজি হারে চাউল বিতরন হইতেছে যাহা আপনারা সকলে অবগত আছেন। ভিজিডি চাউল বিতরন সংক্রান্ত কাহারো কোন আপত্তি আছে কিনা জিজ্ঞাসা করিলে সকল সদস্যবলেন না প্রকল্প চেয়ারম্যান সঠিকভাবে চাউল বিতরন হচ্ছে।   পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরন সংক্রান্ত কাহারো কোন আপত্তি আছে কিনা জিজ্ঞাসা করিলে সকলে বলেন না কোন আপত্তি নাই।
২০১৬-২০১৭ অর্থ বৎসরের ১% স্থাবর সম্পত্তি এবং হাট বাজার ইজারার আয় ও ব্যায় সংক্রান্ত ঃ- সভায় সভাপতি সাহেব বলেন ১% স্থাবর সম্পত্তি হন্তান্তর প্রাপ্ত ৩,৫০,০০০/-টাকা ও হাট বাজার ইজারার প্রাপ্ত ২৩,০০০/- টাকা পাওয়া গেছে। যাহা একরামূল করিম চৌধুরী এম.পি উচ্চ বিদ্যালয়ের ঘরনির্মান বাবত মেসার্স সুমন ব্রাদার্সকে ৩,৫০,০০০/- টাকাপ্রদান করা হয়েছে। হাট বাজার ইজারার প্রাপ্ত অর্থ দ্বারা ০৬নং ওয়ার্ডের বিভিন্ন খালের ঝংগল পরিস্কার করার শ্রমিক মজুরী বাবত পানাপের রসুল খাজা
পাতা-০২
মেম্বারকে ১৫,০০০/-টাকা প্রদান করা হয়েছে। বাকী ৮,০০০/- টাকা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশগনের বেতন ও বোনাস বাবদ দেওয়া লাগবে। এই বিষয়ে কাহারো কোন আপত্তি আছে কিনা জিজ্ঞাসা করিলে সকল সদস্য বলেন না কোন আপত্তি নাই।

(৫) যৌতুক,বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধঃ- সভায় সভাপতি সাহেব বলেন  যৌতুক,বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন একটি সামাজিক ব্যাধি। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয়  প্রধান মন্ত্রী নিরলশ ভাকেব কাজ করে যাচ্ছেন। তৃণমূল স্থানীয় সরকারকে ও এর বিরুদ্দে কঠোর জিরু টলারেজ্ঞ দেখানো প্রয়োজন। আপনারা নিশ্চয় সরকারী সকল পত্র গুলো দেখেন। তাই সমাজে যেন এই ধরনের কোন কর্মকান্ড না করতে পারে সে দিকে খুব ভালভাবে দেখার জন্য সদস্যদের অনুরোধ করেন।
                 
             সভায় অন্যান্য আলোচনা শেষে উপস্থিত সকলকে  ধন্যবাদ দিয়া সভার কাজ শেষ করা হয়।


প্রাপকঃ উপজেলা নির্বাহী অফিসার                      (মোঃ মোজাম্মেল হোসেন)
         সুবর্ণচর,নোয়াখালী।                                         চেয়ারম্যান,০২নং চরবাটা ইউনিয়ন পরিষদ
                                                                                         সুবর্ণচর,নোয়াখালী।
                                                                                           ০১৭১২-০৮৭১৪৯

স্বারক নং- ৬৬-২০১৮  /১০০                                                                 তারিখঃ- ৩০/৬/২০১৮ইং

অনুলিপিঃ সদয় অবগতির জন্যঃ-

১)    মাননীয় সংসদ সদস্য-নোয়াখালী-০৪(সদর-সুবর্ণচর)আসন
২)    সচিব মহোদয়,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা।
৩)    জাতীয় প্রকল্প পরিচালক,এল.জি.এস.পি-০৩,স্থানীয় সরকার,বাংলাদেশ সচিবালয়,ঢাকা।
৪)    উপ-সচিব,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়,ইউনিয়ন পরিষদ শাখা-০২, বাংলাদেশ সচিবালয়,ঢাকা।
৫)    উপ-প্রকল্প পরিচালক(ফিল্ড অপারেশন)এল.জি.এস.পি-০৩,সিটি সেন্টার (১০ম তলা), ৯০/১ মতিঝিল বা/এ,ঢাকা।
৬)    জেলা প্রশাসক,নোয়াখালী।
৭)    পুলিশ সুপার,নোয়াখালী।  
৮)    উপ-পরিচালক, স্থানীয় সরকার,নোয়াখালী।
৯)    উপজেলা চেয়ারম্যান,সুবর্ণচর উপজেলা পরিষদ,সুবর্ণচর,নোয়াখালী।
১০)     উপজেলা প্রকৌশলী,এল.জি.ই.ডি- উপরোক্ত প্রকল্প গুলো প্রাক্কলন প্রস্ততের জন্য আদেশ দানের জন্য কপি প্রেরন করা হলো।
১১)     জনাব------------------------------------------।
১৩) অফিস কপি।

 


(মোঃ মোজাম্মেল হোসেন)
চেয়ারম্যান,০২নং চরবাটা ইউনিয়ন পরিষদ
সুবর্ণচর,নোয়াখালী।
০১৭১২-০৮৭১৪৯